** একটি একাউন্ট (অথবা একজন ব্যাক্তি ) থেকে সর্বোচ্চ ২০ কেজি অর্ডার করতে পারবেন।২০ কেজির উপরে কেউ অর্ডার করলে, ২০ কেজি ব্যাতীত সকল অর্ডার ক্যানসেল করা হবে এবং পেইড পেমেন্ট মেথডে রিফান্ড করা হবে। সুতরাং ভিন্ন ভিন্ন একাউন্ট করে অর্ডার না করার জন্য অনুরোধ রইলো।
** গোশতে ±৫০ গ্রাম হাড় ও চর্বি থাকবে(হাড় +চর্বি =±৫০ গ্রাম) প্রতি কেজিতে ।
** অফার টি চলবে ০৬-০৪-২০২১ তারিখ পর্যন্ত।
** ২০ তম রমজান হতে ডেলিভারি শুরু হবে।
** এই অফার টি শুধুমাত্র সিরাজগঞ্জ জেলার জন্য অর্থাৎ সিরাজগঞ্জ জেলার ৯ টি (সকল থানা ) থানা এই অফারের অন্তর্ভুক্ত ।
** প্রত্যেক থানায় সেবাএক্সপ্রেসের ১ অথবা ২ টি ডেলিভারি পয়েন্ট থাকবে। সকল কাস্টমার কে সর্বনিম্ন ২ দিন আগে ফোন করে ডেলিভারি পয়েন্টের ঠিকানা জানিয়ে দেয়া হবে। ডেলিভারি পয়েন্ট থেকে ক্রয়কৃত গোশত সংগ্রহ করতে হবে। কোন থানাতে হোম ডেলিভারি দেয়া হবে না।
** প্রত্যেক থানায় ১ দিনে সকল ডেলিভারি সম্পন্ন করা হবে। সুতরাং কাস্টমার কে অবশ্যই নির্ধারিত দিনে গোশত সংগ্রহ করতে হবে। কোনো কাস্টমার নির্ধারিত দিনে না আসলে তাহার ডেলিভারির জন্য সেবাএক্সপ্রেস দায়ী থাকবে না এবং রিফান্ডের ক্ষেত্রে ৩.৫% কর্তন করা হবে।
** অনিবার্য কারনবশত কেউ নির্ধারিত দিনে ডেলিভারি নিতে না পারলে সেবাএক্সপ্রেসের সিরাজগঞ্জ সদর অফিস থেকে ফ্রীজে রাখা গোশত নিতে পারবেন তবে কাষ্টমেরকে অফিসে এসে ডেলিভারি নিয়ে যেতে হবে।
**ওয়েবসাইটের ট্রামস এন্ড কন্ডিশন , রিটার্ন , রিফান্ড পলিসি এবং পণ্যের বিবরণ ভালো ভাবে পড়ে নিন।
** কোন প্রশ্ন থাকলে অথবা সাহায্যের প্রয়োজন হলে কল করুন : +৮৮০৯৬৭৮২২১০৩৮ (সকাল ৯ টা হতে রাত ২ টা) শুক্রবার বন্ধ থাকবে।
ই -মেইল: support@sebaexpress.com
Login To Comment